Ads Area

বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা তালিকা

বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতা তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতার নাম সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছেন?

বিভিন্ন ভাষায় রামায়ণের রচয়িতার তালিকা

রামায়ণের ভাষা রচয়িতা
সংস্কৃত রামায়ণ বাল্মীকি
হিন্দি রামায়ণ তুলসি দাস
বাংলা রামায়ণ কৃত্তিবাস ওঝা
ওড়িয়া রামায়ণ বলরাম দাস
অসমীয়া রামায়ণ মাধব কন্ডালি
তামিল রামায়ণ কম্ব
তেলেগু রামায়ণ রঙ্গনাথ
মারাঠী রামায়ণ ভাবার্থ
কন্নড় রামায়ণ পম্পা

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

❏ সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» বাল্মীকি।

❏ হিন্দি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» তুলসী দাস।

❏ বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» কৃত্তিবাস ওঝা।

❏ ওড়িয়া ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» বলরাম দাস।

❏ অসমীয়া ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» মাধব কন্ডালি।

❏ তামিল ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» কম্ব।

❏ তেলেগু ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» রঙ্গনাথ।

❏ মারাঠি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» ভাবার্থ।

❏ কন্নড় ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কে?
» পম্পা।

পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Top Post Ad

Below Post Ad

Ads Area