Ads Area

বিভিন্ন উপজাতি বিদ্রোহের নেতাগণ তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে বিভিন্ন উপজাতি বিদ্রোহের নেতাগণের তালিকা সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

বিভিন্ন উপজাতি বিদ্রোহের নেতাগণ তালিকা

বিভিন্ন উপজাতি বিদ্রোহের নেতাগণের তালিকা

উপজাতি বিদ্রোহ নেতাগণ
সাঁওতাল বিদ্রোহ সিধু, কানু
খাসি বিদ্রোহ গঙ্গা সিং, তিরুৎ সিং
কোল বিদ্রোহ পারাহাতের রাজা, বুদ্ধভগৎ
মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা
কুকি বিদ্রোহ রানী গাইডালু, ঝাং
খোন্দ বিদ্রোহ চক্র বিসাই, রাধাকৃষ্ণ দন্দসেনা
ভীল বিদ্রোহ গোবিন্দ গুরু, কুনওয়ার
নিকাস বিদ্রোহ জরিয়া ভগৎ, রূপ সিং
কোয়াস বিদ্রোহ সীতারাম রাজু
রুম্পা বিদ্রোহ চান্দ্রিয়া
খেয়ড় বিদ্রোহ ভগীরথ

কিছু গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

❏ সাঁওতাল বিদ্রোহের নেতার নাম কি?
» সিধু ও কানু।

❏ খাসি বিদ্রোহের নেতার নাম কি?
» গঙ্গা সিং ও তিরুৎ সিং।

❏ কোল বিদ্রোহের নেতার নাম কি?
» পারাহাতের রাজা ও বুদ্ধ ভগৎ।

❏ মুন্ডা বিদ্রোহের নেতার নাম কি?
» বিরসা মুন্ডা।

❏ কুকি বিদ্রোহের নেতার নাম কি?
» রানি গাইডালু ও ঝাং।

❏ খোন্দ বিদ্রোহের নেতার নাম কি?
» চক্র বিসাই ও রাধাকৃষ্ণ দন্দসেনা।

❏ ভিল বিদ্রোহের নেতার নাম কি?
» গোবিন্দগুরু ও কুনওয়ার।

❏ নিকাস বিদ্রোহের নেতার নাম কি?
» জরিয়া ভগৎ ও রূপ সিং।

❏ কোয়াস বিদ্রোহের নেতার নাম কি?
» সিতারাম রাজু।

❏ রুম্পা বিদ্রোহের নেতার নাম কি?
» চান্দ্রিয়া।

❏ খেয়ড় বিদ্রোহের নেতার নাম কি?
» ভগীরথ।

পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area