Ads Area

বিভিন্ন অঙ্গের আবরণীর নাম তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে বিভিন্ন অঙ্গের আবরণীর নাম সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

বিভিন্ন অঙ্গের আবরণীর নামের তালিকা

অঙ্গের নাম আবরণীর নাম
হৃদপিণ্ড পেরিকার্ডিয়াম
ফুসফুস প্লুরা
যকৃত গ্লিনস ক্যাপসুল
বৃক্ক রেনাল ক্যাপসুল
মস্তিষ্ক মেনিনজেস
সুষমাকান্ড মেনিনজেস
তরুণাস্তি পেরিকন্ড্রিয়াম
ভেতরের অস্থি এন্ডোস্টিয়াম
বাইরের অস্তি পেরিঅস্টিয়াম
কোষ গহ্বর টনোপ্লাস্ট
ক্রোমোজোম পেলিকল
পেশী সারকোলেমা


কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


❏ হৃদপিণ্ডের আবরণীর নাম কি?

» পেরিকার্ডিয়াম।


❏ ফুসফুসের আবরণীর নাম কি?

» প্লুরা


❏ যকৃতের আবরণীর নাম কি?

» গ্লিনস ক্যাপসুল।


❏ বৃক্কের আবরণীর নাম কি?

» রেনাল ক্যাপসুল।


❏ মস্তিষ্কের আবরণীর নাম কি?

» মেনিনজেস।


❏ সুষুমাকাণ্ডের আবরণীর নাম কি?

» মেনিনজেস।


❏ তরুণাস্থির আবরণীর নাম কি?

» পেরিকন্ড্রিয়াম।


❏ ভেতরের অস্তির আবরণীর নাম কি?

» এন্ডোস্টিয়াম।


❏ বাইরের অস্তির আবরণীর নাম কি?

» পেরিঅস্টিয়াম।


❏ কোষ গহ্বরের আবরণীর নাম কি?

» টনোপ্লাস্ট।


❏ ক্রোমোজোমের আবরণীর নাম কি?

» পেলিকল।


❏ পেশীর আবরণীর নাম কি?

» সারকোলেমা।


পিডিএফ ফাইল দেওয়া হয়েছে

PDF File : Click Here to Download


Top Post Ad

Below Post Ad

Ads Area