Ads Area

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে বিভিন্ন বছরের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন।

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি তালিকা

সাল প্রধান অতিথি
1950 সুকর্ণ (ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি)
1951 ত্রিভুবন বীর বিক্রম শাহ (নেপালের রাজা)
1952 ---
1953 ---
1954 জিগমে দর্জি ওয়াংচুক (ভুটানের রাজা)
1955 জেনারেল মালিক গোলাম মুহম্মদ (পাকিস্তানের গভর্নর)
1956 কোতারো তানাকা (জাপানের প্রধান বিচারপতি),
রাব বাটলার (যুক্তরাজ্যের চ্যাস্লেলর)
1957 ---
1958 ইয়ে জিয়ানয়িং (চীনের মার্শাল)
1959 ---
1960 ক্লিমেন্ট ভোরোশিলভ (সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি)
1961 দ্বিতীয় এলিজাবেথ (যুক্তরাজ্যের রানী)
1962 ---
1963 নরদোম সিহানুক (কম্বোডিয়ার রাজা)
1964 লর্ড লুইস মাউন্টব্যাটেন (যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনীর প্রধান)
1965 রানা আব্দুল হামিদ (পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী)
1966 ---
1967 ---
1968 জোসিপ ব্রজ টিটো (যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি), অ্যালেস্কেই কোসিগিন (সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী)
1969 টিডোর ঝিভকভ (বুলগেরিয়ার প্রধানমন্ত্রী)
1970 ---
1971 জুলিয়াস নিয়েরেরে (তানজানিয়ার রাষ্ট্রপতি)
1972 সিউসাগুর রামগুলাম (মরিশাসের রাষ্ট্রপতি)
1973 মোবুটু সেসে সেঁকো (জাইরের রাষ্ট্রপতি)
1974 জোসিপ ব্রজ টিটো (যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি),
সিরিমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী)
1975 কেনেথ কাউন্ডা (জাম্বিয়ার রাষ্ট্রপতি)
1976 জাক শিরাক (ফ্রান্সের প্রধানমন্ত্রী)
1977 এডওয়ার্ড গিয়েরেক (পোল্যান্ডের মুখ্য সচিব)
1978 প্যাট্রিক হিলারি (আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি)
1979 ম্যালকম ফ্রেসার (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী)
1980 ভালেরি জিস্কার দেস্তাঁ (ফ্রান্সের রাষ্ট্রপতি)
1981 হোসে লোপেজ পোর্তিলো (মেক্সিকোর রাষ্ট্রপতি)
1982 প্রথম জুয়ান কার্লোস (স্পেনের রাজা)
1983 শেহু শাগারি (নাইজেরিয়ার রাষ্ট্রপতি)
1984 জিগমে সিংগে ওয়াংচুক (ভুটানের রাজা)
1985 রাউল আলফোনসিন (আর্জেন্টিনার রাষ্ট্রপতি)
1986 আদ্রিয়াস পাপান্দ্রিউ (গ্রীসের প্রধানমন্ত্রী)
1987 অ্যালান গার্সিয়া (পেরুর রাষ্ট্রপতি)
1988 জুলিয়াস জয়বর্ধনে (শ্রীলঙ্কার রাষ্ট্রপতি)
1989 গুঁয়েন ভান লিন (ভিয়েতনামের সাধারণ সচিব)
1990 অনেরুদ জুগনাথ (মরিশাসের প্রধানমন্ত্রী)
1991 মাউমুন আব্দুল গায়ুম (মালদ্বীপের রাষ্ট্রপতি)
1992 মারিও সোয়ারেস (পর্তুগালের রাষ্ট্রপতি)
1993 জন মেজর (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী)
1994 গো চক তং (সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী)
1995 নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি)
1996 ফেরনান্দো হেনরিক কার্ডসো (ব্রাজিলের রাষ্ট্রপতি)
1997 বাসদেও পান্ডে (ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী)
1998 জাক শিরাক (ফ্রান্সের রাষ্ট্রপতি)
1999 বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব (নেপালের রাজা)
2000 ওলুসেগুন ওবাসাঞ্জো (নাইজেরিয়ার রাষ্ট্রপতি)
2001 আবদেলাজিজ বুতেফ্লিকা (আলজেরিয়ায় রাষ্ট্রপতি)
2002 কাসাম উতীন (মরিশাসের রাষ্ট্রপতি)
2003 মোহাম্মদ খাতামি (ইরানের রাষ্ট্রপতি)
2004 লুইস ইনাসিও লুলা দ্য সিলভা (ব্রাজিলের রাষ্ট্রপতি)
2005 জিগমে সিংগে ওয়াংচুক (ভুটানের রাজা)
2006 আবদুল্লা বিন আবদুলাজিজ আল-সৌদ (সৌদি আরবের রাজা)
2007 ভ্লাদিমির পুতিন (রাশিয়ার রাষ্ট্রপতি)
2008 নিকোলা সার্কোজি (ফ্রান্সের রাষ্ট্রপতি)
2009 নুরসুলতান নাজারবায়েভ (কাজাখস্তানের রাষ্ট্রপতি)
2010 লী মিউং বাক (দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি)
2011 সুশিলো বামবাং যুধন্য (ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি)
2012 ইংলাক সিনাওয়াত্রা (থাইল্যান্ডের প্রধানমন্ত্রী)
2013 জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক (ভুটানের রাজা)
2014 শিনযো আবে (জাপানের প্রধানমন্ত্রী)
2015 বারাক ওবামা (যুক্তরাজ্যের রাষ্ট্রপতি)
2016 ফ্রঁসোয়া ওলঁদ
2017 মুহম্মদ বিন জৈদ আল নাহিয়ান (সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ)
2018 হুন সেন (কম্বোডিয়ার প্রধানমন্ত্রী),
হাসসালান বলকিয়াহ (ব্রুনাইয়ের সুলতান),
জোকো উইদোদো (ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি),
নাজিব রাজাক (মালয়েশিয়ার প্রধানমন্ত্রী),
থঙলুন সিসৌলিথ(লাওসের প্রধানমন্ত্রী),
রড্রিগো দূতেরতে (ফিলিপাইনের রাষ্ট্রপতি),
অং সান সু চি (মায়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা),
লি সিয়েন লুং (সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী),
নগুয়েন সুয়ান ফুঁক (ভিয়েতনামের প্রধানমন্ত্রী),
প্রযুত চান-ও-চা (থাইল্যান্ডের প্রধানমন্ত্রী)
2019 সিরিল রামাফোসা (দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি)
2020 বলসোনারো (ব্রাজিলের জাইর)
2021 ---
2022 ---
2023 আবদেল ফাত্তাহ আল সিসি (ইজিপ্ট বা মিশরের রাষ্ট্রপতি)
2024 ইমানুয়েল ম্যাক্রন (ফ্রান্সের রাষ্ট্রপতি)

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

❏ 2023 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন?
» ইজিপ্ট বা মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি।

❏ 2024 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন?
» ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন।

পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Top Post Ad

Below Post Ad

Ads Area