Ads Area

ভারতীয় সংবিধানের তফসিল সমূহ তালিকা

ভারতীয় সংবিধানের তফসিল সমূহ তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে ভারতীয় সংবিধানে উল্লেখিত মোট 12টি তফসিল সমূহ সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

ভারতীয় সংবিধানের তফসিল সমূহ তালিকা

তফসিল বিষয়
প্রথম তফসিল রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের নাম এক্তিয়ার এলাকা সম্পর্কিত
দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি, রাজ্যপালগণ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা
তৃতীয় তফসিল কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতিগণ, মন্ত্রীগণ, বিধানসভার সদস্যগণ, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন
চতুর্থ তফসিল বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসর বণ্টন
পঞ্চম তফসিল বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ
ষষ্ট তফসিল আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও অরুণাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী
সপ্তম তফসিল তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা
অষ্টম তফসিল সংবিধান স্বীকৃত 22 টি ভারতীয় ভাষার নামের তালিকা
নবম তফসিল প্রথম সংবিধান সংশোধনী আইন (1951) বলে এই তালিকার সৃষ্ট। জমিদার প্রথার বিলোপ, ভূমি সংস্কার, শিল্প, রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত
দশম তফসিল 1985 সালের 52-তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা
একাদশ তফসিল 1992 সালের 73-তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্ট। পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারার উল্লেখ
দ্বাদশ তফসিল 1992 সালের 74-তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্ট। পৌরসভা বা নগরপলিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় উল্লেখিত

পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Top Post Ad

Below Post Ad

Ads Area