Ads Area

বিভিন্ন রাজার রাজধানীর নাম তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে বিভিন্ন রাজার রাজধানীর নাম সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

বিভিন্ন রাজার রাজধানীর নাম তালিকা

বিভিন্ন রাজার রাজধানীর নামের তালিকা

রাজার নাম রাজধানীর নাম
শশাঙ্ক কর্ণসুবর্ণ
শিবাজী রায়গড়
হর্ষবর্ধন কনৌজ
সমুদ্রগুপ্ত পাটলিপুত্র
অশোক পাটলিপুত্র
ধননন্দ পাটলিপুত্র
কালাশোক পাটলিপুত্র
চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্র
দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনী
প্রথম সাতকর্নী পৈঠান
অজাতশত্রু রাজগৃহ
বিম্বিসার রাজগৃহ
কণিষ্ক পুরুষপুর
লক্ষণ সেন লক্ষণাবতী
সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ
রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলপুরম
মিলিন্দ সাকল
যশোবর্ধন মন্দাশোর
ভটাক বলভী
আকবর ফতেপুর সিক্রি
শাহজাহান আগ্রা
ফিরোজ শাহ বহমনী
মহম্মদ বিন তুঘলক দিল্লি
খারবেল কলিঙ্গনগর
শিশুনাগ বৈশালী
দ্বিতীয় পুলকেশী বাদামী (বিজাপুর)
তৃতীয় পুলকেশী মান্যখেটার
শিবস্কন্দ বর্মন কাঞ্চিপুর
সোমেশ্বর কল্যাণী
প্রথম পরান্তক তাঞ্জোর
প্রথম প্রবর সেন পুরীক
টিপু সুলতান শ্রীরঙ্গপত্তম
পাল গৌড়

বিভিন্ন গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

❏ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
» কর্নসুবর্ন।

❏ শিবাজীর রাজধানী কোথায় ছিল?
» রায়গড়।

❏ হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
» কনৌজ।

❏ সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
» পাটলিপুত্র।

❏ সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল?
» পাটলিপুত্র।

❏ ধননন্দের রাজধানী কোথায় ছিল?
» পাটলিপুত্র।

❏ কালাশোকের রাজধানী কোথায় ছিল?
» পাটলিপুত্র।

❏ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
» পাটলিপুত্র।

❏ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল?
» উজ্জয়িনী।

❏ প্রথম সাতকর্ণীর রাজধানী কোথায় ছিল?
» পৌঠান।

❏ অজাতশত্রুর রাজধানী কোথায় ছিল?
» রাজগৃহ।

❏ বিম্বিসারের রাজধানী কোথায় ছিল?
» রাজগৃহ।

❏ কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
» পুরুষপুর।

❏ লক্ষণসেনের রাজধানী কোথায় ছিল?
» লক্ষণাবতী।

❏ সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?
» মুর্শিদাবাদ।

❏ রাজেন্দ্র চোলর রাজধানী কোথায় ছিল?
» গঙ্গাইকোন্ড চোলপূরম।

❏ মিলিন্দের রাজধানী কোথায় ছিল?
» সাকল।

❏ যশোবর্ধনের রাজধানী কোথায় ছিল?
» মন্দাশোর।

❏ ভটাকের রাজধানী কোথায় ছিল?
» বলভী।

❏ সম্রাট আকবরের রাজধানী কোথায় ছিল?
» ফতেপুর সিক্রি।

❏ শাহজাহানের রাজধানী কোথায় ছিল?
» আগ্রা।

❏ ফিরোজ শাহের রাজধানী কোথায় ছিল?
» বহমনি।

❏ মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী কোথায় ছিল?
» দিল্লি।

❏ খারবেলের রাজধানী কোথায় ছিল?
» কলিঙ্গ নগর।

❏ শিশুনাগের রাজধানী কোথায় ছিল?
» বৈশালী।

❏ দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল?
» বাদামি (বিজাপুর)

❏ তৃতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল?
» মান্যখেটার।

❏ শিবস্কন্দ বর্মনের রাজধানী কোথায় ছিল?
» কাঞ্চীপুর।

❏ সোমেশ্বরের রাজধানী কোথায় ছিল?
» কল্যাণী।

❏ প্রথম পরান্তকের রাজধানী কোথায় ছিল?
» তাঞ্জোর।

❏ প্রথম প্রবর সেনের রাজধানী কোথায় ছিল?
» পুরীক।

❏ টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?
» শ্রীরঙ্গপত্তনম।

❏ পাল শাসকদের রাজধানী কোথায় ছিল?
» গৌড়।

পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area