Ads Area

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সম্পর্কে আলোচনা করছি। যেগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের তালিকা

শহর নদী
কলকাতা হুগলি
হাওড়া হুগলি
হলদিয়া হুগলি
কোচবিহার তোর্সা
আলিপুরদুয়ার কালজানি
শিলিগুড়ি মহানদী ও বালাসন
জলপাইগুড়ি তিস্তা ও করলা
কাটোয়া ভাগীরথী
মুর্শিদাবাদ ভাগীরথী
মালদা মহানন্দা
ইংরেজ বাজার মহানন্দা
বোলপুর কোপাই
রানীগঞ্জ দামোদর
দুর্গাপুর দামোদর
আসানসোল দামোদর
কৃষ্ণনগর জলঙ্গী
সিউড়ি ময়ূরাক্ষী
কোলাঘাট রূপনারায়ণ
মেদিনীপুর কংসাবতী
বাঁকুড়া গন্ধেশ্বরী ও ধলকিশোর
বর্ধমান বাঁকা ও দামোদর
ঘাটাল শিলাবতী
ইলামবাজার অজয়


বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


❏ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?

» হুগলি।


❏ হাওড়া কোন নদীর তীরে অবস্থিত?

» হুগলি।


❏ হলদিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?

» হুগলি।


❏ কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত?

» তোর্সা।


❏ আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত?

» কালজানি।


❏ শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

» মহানদী ও বালাসন।


❏ জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

» তিস্তা ও করলা।


❏ কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত?

» ভাগীরথী।


❏ মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

» ভাগীরথী।


❏ মালদা কোন নদীর তীরে অবস্থিত?

» মহানন্দা।


❏ ইংরেজ বাজার কোন নদীর তীরে অবস্থিত?

» মহানন্দা।


❏ বোলপুর কোন নদীর তীরে অবস্থিত?

» কোপাই।


❏ রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?

» দামোদর।


❏ দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত?

» দামোদর।


❏ আসানসোল কোন নদীর তীরে অবস্থিত?

» দামোদর।


❏ কৃষ্ণনগর নদীর তীরে অবস্থিত?

» জলঙ্গী।


❏ সিউড়ি কোন নদীর তীরে অবস্থিত?

» ময়ূরাক্ষী।


❏ কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত?

» রূপনারায়ণ।


❏ মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত?

» কংসাবতী।


❏ বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত?

» গন্ধেশ্বরী ও ধলকিশোর।


❏ বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত?

» বাঁকা ও দামোদর।


❏ ঘাটাল কোন নদীর তীরে অবস্থিত?

» শিলাবতী।


❏ ইলামবাজার কোন নদীর তীরে অবস্থিত?

» অজয়।


পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Top Post Ad

Below Post Ad

Ads Area