Ads Area

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে বিভিন্ন নদীর তীরবর্তী সভ্যতার নাম সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা

বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতার নামের তালিকা

নদী সভ্যতা
সিন্ধু নদ মহেঞ্জোদারো সভ্যতা
রাভী বা ইরাবতী নদী হরপ্পা সভ্যতা
নীলনদ মিশরীয় সভ্যতা
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মেসোপটেমিয়া সভ্যতা
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী ব্যাবিলনীয় সভ্যতা
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী সুমেরীয় সভ্যতা
বাদুর নদী রংপুর সভ্যতা
রাইন নদী সেলটিক বা কেলটিক সভ্যতা
টাইবার নদী রোমান সভ্যতা
টাইগ্রিস নদী অ্যাসেবীয় সভ্যতা
হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী চীন সভ্যতা

বিভিন্ন গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর

❏ মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» সিন্ধু নদ।

❏ হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» রাভী বা ইরাবতী নদী।

❏ মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» নীলনদ।

❏ মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী।

❏ ব্যাবিলনীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী।

❏ সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী।

❏ রংপুর সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» বাদুর নদী।

❏ সেলটিক বা কেলটিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» রাইন নদী।

❏ রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» টাইবার নদী।

❏ অ্যাসেবীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» টাইগ্রিস নদী।

❏ চীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
» হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী।

পিডিএফ ফাইল দেওয়া হয়েছে



Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area