Ads Area

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিষ্কারক তালিকা

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিষ্কারক তালিকা

প্রিয় শিক্ষার্থী, আজ আপনাদের সাথে সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের অবস্থান, আবিষ্কারক, সাল ও কোন নদী তীরবর্তী, সেই সম্পর্কে আলোচনা করছি। যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন - হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়? মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারকের নাম কি? ধোলাভিরা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের তালিকা

স্থানের নাম অবস্থান আবিষ্কর্তা
হরপ্পা পাকিস্তান দয়ারাম সাহানি
মহেঞ্জোদারো পাকিস্তান রাখালদাস বন্দ্যোপাধ্যায়
সুক্তাজেন্দোর মাকরণ উপকূল (বেলুচিস্তান, পাকিস্তান) আর. এল. স্টাইন
সুতকাজেন্দর পাকিস্তান আর. এল. স্টাইন
রংপুর গুজরাট এম. এস. ভাটস
চান-হু-দারো পাকিস্তান এন. জি. মজুমদার
আমরি পাকিস্তান এন. জি. মজুমদার
কোটদিজি পাকিস্তান ঘুরে
লোথাল গুজরাট আর. রাও
রোপার পাঞ্জাব, ভারত ওয়াই. ডি. শর্মা
কালিবঙ্গান রাজস্থান অমলান্দ ঘোষ
আলমগীরপুর মিরাট জেলা, উত্তর প্রদেশ ওয়াই. ডি. শর্মা
রাখীগঢ়ী হিসার জেলা, হরিয়ানা বসন্ত সিঁদে
সুরকোটডা কচ্ছ, গুজরাট জে. পি. যোশী
ধোলাভিরা গুজরাট জে. পি. যোশী
বনওয়ালী হরিয়ানা আর. এস. বিস্ত
মেহেরগড় পাকিস্তান জাঁ ফ্রাঁন্সোয়া জারিজ
বালাকোট লাসবেলা, করাচী জর্জ এফ. দাসেল
দেশালপুর ভূজ অঞ্চল, গুজরাট পি. পি. পান্ডে ও এম. কে. ধাকি
আলমুরাদ দাদু অঞ্চল, সিন্ধু এন. জি. মজুমদার

সম্পূর্ন তথ্য পিডিএফে দেওয়া হয়েছে



Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area